সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২০

সিরাজগঞ্জে করোনা টেস্টে ব্যয়ের দায়িত্ব নিলেন এমপি

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দের ১০ জন ব্যক্তির প্রতিদিন করোনায় নমুনা টেস্টের অর্থ ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন ওই আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

এর আগে করোনার আরটি-পিসিআর টেস্টের জন্য সরকারি ফি নির্ধারণের বিপরীতে অসহায়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি করোনা পরীক্ষা বিষয়ক কার্যক্রম বাড়াতে হাসপাতালে অতিরিক্ত দুইটি বুথ স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত তহবিল থেকে বেতন প্রদানের মাধ্যমে নমুনা সংগ্রে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার জন্যও নির্দেশনা দিয়েছেন ডা. হাবিবে মিল্লাত এমপি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এ- হাসপাতালের অধ্যক্ষ জানান, এমপি মহোদয় প্রতিদিন ১০জন নমুনা প্রদানকারীর ব্যায়ভার বহন করার কথা জানিয়েছেন। সেই সঙ্গে করোনা ভাইরাস পরীক্ষার কার্যক্রম বৃদ্ধি করতে ঢাকা থেকে দুইটি বুথ আনা হয়েছে। দুই বুথের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ারও নির্দেশনা দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close