টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

শ্রীপুরে চাঁদার দাবিতে গাছ কাটার অভিযোগ

গাজীপুর শ্রীপুরে চাঁদার দাবিতে গাছ কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার প্রহলাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমি সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতির পদে থাকা আতিকুল্লাহ বাবুল ওই জমি দখলের চেষ্টা করেন। দমি দখল করতে না পেরে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় জায়গায থাকা কাঁঠাল ও মেহগনিসহ ৩০টি গাছ কেটে নেওয়া হয়। এ বিষয়ে গাজীপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন আশানুরূপ কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অশ্বিকার করে আতিকুল্লাহ বাবুল জানান, জমিটি তারা জোর পূর্বক দখল করে এখন মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

শ্রীপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close