চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২০

ভোলাহাট সীমান্তে মদ্যপ বিএসএফ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে মদ্যপ অবস্থায় এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক বিএসএফ সদস্য ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার আলীপুর ক্যাম্পের ৪৪ বিএসএফের সদস্য আসাদ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁনশিকারী সীমান্ত এলাকায় ঘটনটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চামুশা ক্যাম্প এলাকা দিয়ে আলীপুর ক্যাম্পের ৪৪ বিএসএফের সদস্য আসাদ মদ্যপ অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় এলাকার লোকজন তাকে আটক করে চাঁনশিকারী বিওপিতে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিকেল পৌনে ৬টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ১৯৯/২ এস পিলারের কাছ দিয়ে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান, বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close