নীলফামারী ও ডোমার প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২০

ডোমারে নদীতে পড়ে ২ শিশু নিখোঁজ

নীলফামারীর ডোমারের নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি হাটের অদুরে পাঙ্গা নদীর একটি ঝুঁকিপূর্ণ সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো- গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের সুরুজ্জামানের ছেলে মনোয়ার হোসেন (৬) ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বিএসসিপাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে মনি আক্তার (৫)। সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর দমকল বাহিনীর ডুবুরীদল অভিযান চালিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয়রা জানায়, গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের কমির উদ্দীনের মৃত্যু হলে তার জানাযায় পরিবারসহ অংশ নিতে আসেন তার ছেলের শ্বশুর ময়নুল ইসলাম। দাফন শেষে স্ত্রী, তিন নাতি-নাতনীসহ রিকসাভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন ময়নুল। এ সময় আমবাড়ি হাটের অদুরে পাঙ্গা নদী পারাপারের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের পাটাতনে ফাঁকে রিকসাভ্যানের চাকা ঢুকে উল্টে গেলে ময়নুলের স্ত্রী রওশন আরা (৫৫), তার তিন নাতি-নাতনি লিপু (১০), মনি ও মনোয়ার নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক রওশন আরা ও লিপুকে উদ্ধার করলেও অপর দুই শিশু মনি ও মনোয়ার নদীতে নিখোঁজ হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close