রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৬ জুন, ২০২০

রাজারহাটে বোরোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কুড়িগ্রামের রাজারহাটে বোরোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। বর্তমানে নতুন ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গৃহস্থবাড়ির উঠানে উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। তবে এ উপজেলায় পুরোদমে ধান কাটতে আরও ৫ থেকে ৭ দিন সময় লাগবে বলে জানা গেছে।

কৃষকরা জানান, রাজারহাট উপজেলায় এবার বোরো ধানের ফলন গত বছরের তুলনায় ভাল হয়েছে। এ বছর মাঠে তেমন রোগ বালাই নেই বললেই চলে। সেই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা ভাল থাকায় সময়মত সেচ দেওয়া হয়েছে। বাজারে এবার ধানের দামও ভাল। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খুব একটা লাভ টিকছে না। তবে যাদের নিজস্ব জমি আছে তাদের লাভ হবে একটু বেশী।

সরেজমিনে কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ধান পেকে বাতাশে দোল খাচ্ছে। কৃষকরা আগাম জাতের ধান কাটতে শুরু করছে। নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠান পাড়া গ্রামের কৃষক মিজানুর রহমান (৩৫), আবুল কালাম আজাদ (৪০) জানান, আগাম জাতের ধান ২৮ ও ১৪ কাটছেন। এবার ফলন ভাল হয়েছে। আগে ধান কাটার পর এক আটি খড় বাজারে বিক্রি করছেন দুই টাকায়। খড়ের দাম ও ধানের দাম ভাল থাকায় তারা এবার বেশ খুশি।

বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামের ফিরোজ মাহমুদ জানান, আর কয়েক দিন পরে আমার দুই একর জমির ধান কাটা হবে। তাই মাড়াইয়ের জায়গা পরিষ্কার করে প্রস্তুত করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকতা কামরুজ্জামান জানান, চলতি মৌসুমে ১২ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এখন আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এ বছর কৃষকের বোরো আবাদে খরচও কম হয়েছে। এছাড়া মাঠে তেমন কোন রোগ বালাই নেই বলে এ এলাকার কৃষকরা অনেক খুশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close