ফরিদপুর প্রতিনিধি

  ০২ জুন, ২০২০

বোয়ালমারীতে বাড়িতে আইসোলেশনে থাকা ১৪ জনকে সুস্থ ঘোষণা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে মোট ১৬ জন সুস্থ হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় বাড়িতে আইসোলেশনে থাকা নতুন ১৪ জনকে সুস্থ ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়পত্র দিয়েছে। এর আগে উপজেলায় দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইউএনও ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও চতুল ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে তাদের ছাড়পত্র দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, ধুলপুকুরিয়া গ্রামের এক ব্যক্তি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার সৎকার করা হয় ধুলপুকুরিয়া গ্রামে। এক দিন পর তার স্ত্রী শিখা রায়ের করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে ওই ব্যক্তির বাড়ির আশপাশের আরো ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। ৩১ মে সকলের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close