বগুড়া প্রতিনিধি

  ০২ জুন, ২০২০

বগুড়ায় মেস ভাড়ার দাবিতে অবরুদ্ধ ১৩ ছাত্রীকে উদ্ধার

বগুড়ায় তিন মাসের ভাড়ার দাবিতে ব্যক্তি মালিকানাধীন মুন্নজান ছাত্রী নিবাসে ১৩ জন ছাত্রীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ সদস্যা আলোচনা করে ওই ছাত্রীদের উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে পাঠায়। গতকাল সোমবার দুপুরে বগুড়া শহরের কামারগাড়ি রেডিলাইট কমপ্লেক্স সংলগ্ন মুন্নুজান ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় মুন্নুজান ছাত্রী নিবাসে বিভিন্ন জেলার ছাত্রীরা ভাড়া নিয়ে লেখাপড়া করে থাকে। লক ডাউনের আগে ছাত্রী নিবাসের ওই ছাত্রীরা নিজনিজ বাড়ি চলে যায়। এরপর লক ডাউন সিথিল হলে তারা সোমবার সকালে ছাত্রী নিবাসে এসে রুমের বইপত্র উলটানো দেখে। কাপড় চোপড় ও মূল্যবান জিনিসপত্র খোয়া যায় বলে দেখতে পায় ছাত্রীরা। পরে তারা ছাত্রী নিবাস ছেড়ে চলে যাওয়ার সময় হোস্টেল সুপার হাফিজা বেগম ওই ছাত্রীদের কাছে এপ্রিল, মে, ও জুন মাসের ভাড়া দাবি করেন। ভাড়া না দেয়ায় তাদেরকে ছাত্রী নিবাসের বাহিরে যেতে বাধা দেয়। পরে খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close