ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০২ জুন, ২০২০

ধোবাউড়ায় রাস্তার অভাবে কাজে আসছে না ৫৪ লাখ টাকার ব্রিজ

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০০ মিটার রাস্তার অভাবে কাজে আসছে না ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ। ধোবাউড়া উত্তরপাড়া সাতারখালী খালের উপর নির্মিত ব্রিজটি নির্মাণের পর থেকে সংযোগ রাস্তা না থাকায় কোনো কাজে আসছে না জনগণের।

স্থানীয়দের অভিযোগ কয়েক বছর ধরে অনেক নেতাই রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তা আলোর মুখ দেখেনি। ধোবাউড়া প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে সাতারখালী খাল হয়ে মহিলা কলেজ পর্যন্ত ৫০০ মিটার রাস্তাটি বর্ষাকালে পানিতে তলিয়ে যায়। এতে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজ ও ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী ও গ্রামবাসীর চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এ ব্যাপারে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, রাস্তাটি হলে কলেজের শিক্ষার্থীদের জন্য সুবিধা হতো। ২০১৬-১৭ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ৫৪ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। রাস্তা না থাকায় এই ব্রিজটি জনগণের কোন কাজে আসছেনা।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, এখানে রাস্তার জমি নিয়ে একটু জঠিলতা রয়েছে। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব রাস্তাটি নির্মাণ করা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close