টাঙ্গাইল প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০২০

ভূঞাপুরে খাদ্যের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলের ভূঞাপুরে লকডাউনে থাকা জিগাতলা গ্রামবাসী খাদ্যের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গত বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

জানা যায়, চলতি সপ্তাহে ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের তিনজন করোনা রোগে আক্রান্ত হয়। পরে স্থানীয় প্রশাসন ওই গ্রামটি লকডাউন করে লোকজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়। তিন দিন অসহায় লোকজন খাবার না পেয়ে ও বাজার করতে না পেরে রাস্তায় নেমে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরীন পারভীন খাদ্যসামগ্রী দেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close