তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০২০

হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় মারধর

সিরাজগঞ্জের তাড়াশে নারায়ণগঞ্জ থেকে আসা হাকিম নামের এক শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় নারীসহ তিন প্রতিবেশীকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের পালাশী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের আবের প্রামাণিক ছেলে আবদুল হাকিম (৫৫) নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। তিনি গত শুক্রবার দুপুরে বাড়ি আসলে প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে এনামুল হক (২২) তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। এ সময় শ্রমিক হাকিম তার সঙ্গে বাগ্বিত-ায় জড়ায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাকিম প্রতিবেশী এনামুলকে মারধর করতে থাকে। এ সময় এনামুলের মা ও বোন এনামুলকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করা হয়। এতে নারীসহ ওই তিন প্রতিবেশী আহত হয়। তাদের

স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বারুহাঁস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন জানান, বিষয়টি পরবর্তী সময়ে গ্রাম্যভাবে মিমাংসা করা হবে। আর নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিক আবদুল হাকিমকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close