কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০২০

কাজিপুরে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে চিকিৎসকদের মনিটরিং

সিরাজগঞ্জের কাজিপুরে করোনাভাইরাস মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সচেতনতামূলক প্রচার অভিযান, বাজার মনিটরিং ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর নিদের্শনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলের পরামর্শক্রমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মনিটরিং করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান, মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম, উপসহকারী মেডিকেল অফিসার আসাদুর জামান রবিন ও শরিফুল ইসলাম। তারা উপজেলার হোম কোয়ারেন্টাইনে থাকা ৫৫ জনের বাড়িতে গিয়ে তদারকি করেন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন মানছেন কি-না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন কি-না সেসব বিষয়সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়াও চিকিৎসকরা আউটডোর, ইনডোর ও করোনা সন্দেহের রোগীদের নমুনা সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close