কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০২০

করোনা আতঙ্কে শ্রমিক সংকট

কিশোরগঞ্জের হাওরে ধান কেটে দিচ্ছেন স্থানীয় এমপি

করোনাভাইরাস আতঙ্কে হাওরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটের কথা চিন্তা করে হাওরের কৃষকদের ধান কেটে দিচ্ছেন রাষ্ট্রপতিপুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

গতকাল বুধবার সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্বহাটির বড়বান্দ হাওরে মামুন মিয়া নামের এক কৃষকের ধান কেটে দিয়েছেন তৌফিক এমপি।

এ সময় এলাকার অনেক নেতাকর্মীরা তাকে সহযোগিতা করেন। এখন থেকে প্রতিদিন কৃষকের ধান কেটে দিবেন তিনি বলে জানা গেছে।

গত মঙ্গলবার তৌফিক এমপি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন অষ্টগ্রাম-ইটনা ও মিঠামইনে বোরো ধান কাটার সময় শ্রমিক সংকট হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close