গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

গৌরীপুর পৌরসভা

হটলাইনে কল করলে খাবার পৌঁছে যাবে বাড়িতে

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছেন দরিদ্র, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা অসহায় এসব মানুষকে ত্রাণ সহায়তা দিলেও অনেকেই লোকলজ্জায় প্রকাশ্যে কিংবা লাইনে দাঁড়িয়ে এসে ত্রাণ নিতে পারছেন না। এই অবস্থায় অসহায় মানুষের নাম-পরিচয় গোপন রেখে তাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। খাদ্য সহায়তা দিতে চালু করা হয়েছে হটলাইন। মুঠোফোনে যোগাযোগ করলেই পৌর কর্তৃপক্ষ বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে। পৌরসভার হটলাইনে যোগাযোগের নম্বর দুটি হলো ০১৭১২০৫৫০৮৬ ও ০১৩০৬৭৯৮০০০। গতকাল সোমবার গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম হটলাইন সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিতে

পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। হটলাইনে যোগাযোগ করলেই বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি

পৌরসভার মেয়র, কাউন্সিলরাও বাড়ি বাড়ি ঘুরে অসহায় মানুষদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close