ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

কসবায় জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গত শনিবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতের নাম তানভীর (২২) ওই গ্রামের সলিমুল্লাহের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাহাদুরপুর গ্রামের রুমি ও টুমেন একটি জমি একই গ্রামের ফারুক মিয়ার কাছে বিক্রি করেন। এর পাশের জমির মালিক মালিক শরীয়ত উল্লাহ জমিতে মাটি কাটতে গেলে ফারুকের লোকজন তাতে বাধা দেন ও শরীয়ত উল্লাহের স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে ফারুকের লোকজন গত

শনিবার সকালে আবার শরীয়ত উল্লাহর বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ বি এম মুসা জানান, ছুরিকাঘাতে তানভীরের মৃত্যু হয়েছে। বাকি আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close