হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ০৫ এপ্রিল, ২০২০

হিলিতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২৭ জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাহিরে অযথা ঘোরাঘুরি করায় দিনাজপুরের হাকিমপুর উপজেলাধীন হিলিতে ২৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবদুর রাফিউল আলম।

অভিযানকালে বিভিন্ন হাট-বাজার, সেলুন ও রাস্তায় অযথা ঘোরাফেরা করার অপরাধে ২৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রাফিউল আলম জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে বাহিরে অযথা ঘোরাঘুরি করায় জরিমানা করা হয়েছে। যারা সামাজিক দূরত্ব বজায় রাখছে না তাদেরও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close