রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২০

নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওষুধ বিক্রি না করায় জরিমানা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওষুধ বিক্রি না করার দায়ে সাইফুল ইসলাম (৪১) নামের এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহা. যোবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলা সদর বাজারে অবস্থিত ‘শিফা ফার্মেসির’ মালিক বলে জানা গেছে।

জানা গেছে, এর আগে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম একাধিকবার সাইফুল ইসলামকে ক্রেতাদের থেকে নির্দিষ্ট দূরত বজায় রেখে ওষুধ বিক্রির জন্য বলেন। কিন্তু এ বিষয়ে তিনি কর্ণপাত করেননি। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফুলকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন ইউএনও। পরে ৫০ হাজার টাকা প্রদান করলে অভিযুক্ত সাইফুল ইসলামের মুক্তি মেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close