কয়রা (খুলনা) প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২০

কয়রায় স্বল্পমূল্যের ভ্রাম্যমাণ দোকান, উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ

খুলনার কয়রা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বল্প মূল্যের ভ্রাম্যমাণ দোকানের ব্যবস্থা করা হয়েছে। এতে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে উপকৃত হচ্ছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। উপকূলীয় জনপদ কয়রায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বুধবার সকাল ১০টায় এ উদ্যোগের যাত্রা শুরু হয়। উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম, ইউএনও শিমুল কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) নুর-ই-আলম ছিদ্দিকী, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাল, মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আ. রশিদ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু খালিদ প্রমুখ।

জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল কুমার সাহার প্রচেষ্টায় কয়রা উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য স্বল্প মূল্যের ভ্রাম্যমাণ দোকানের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের মানুষ গ্রহণ করতে পারবে এ সেবা। উপজেলা প্রশাসন মালামাল ক্রয় করে ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে অসহায় মানুষের মাঝে তা পৌঁছে দিচ্ছে। সেখান থেকে একজন শ্রমজীবী মানুষ এক কেজি ডাল ৬০ টাকায়, এক কেজি পেঁয়াজ ২৫ টাকায় ও দুই কেজি আলু ২৪ টাকায় কিনতে পারছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close