লালমনিরহাট প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২০

পাটগ্রামে ত্রাণ নিয়ে সংঘর্ষ গ্রামপুলিশসহ আহত ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্য গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গ্রাম পুলিশসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।

গত রোববার রাতে ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ও ১নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত রোববার বিকালে বুড়িমারী ইউনিয়ন পরিষদ মাঠে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। ওই ত্রাণের সুবিধাভোগীদের তালিকা তৈরি নিয়ে রাতে ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত গ্রুপ ও ১নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আ. রাজ্জাক ও আইয়ুব আলীসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, চেয়ারম্যান একাই তালিকা তৈরি করে ত্রাণ বিতরণ করছেন। আমি এ বিষয়ে খোঁজ খবর নিতে গেলে চেয়ারম্যানের লোকজন তার ওপর হামলা চালায়।

বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, রাতে হঠাৎ করে ইউপি সদস্য হাফিজুল ইসলামের লোকজন এসে হামলা চালায়। এতে গ্রাম পুলিশ আ. রাজ্জাক ও আইয়ুব আলীসহ কয়েকজন আহত হয়েছেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুার মোহন্ত বলেন, বিষয়টি লোকমুখে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মশিউর রহমান বলেন, ‘রাতে বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমি লিখিত অভিযোগ দিতে বলেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close