শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২০

শাজাহানপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে নূর আলম (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার গন্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে। নিহতের স্বজনদের দাবি নূর আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে পুলিশ বলছে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় একটি অজ্ঞাত সিএনজিতে করে তার লাশ মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।

জানা গেছে, কিছুদিন ধরে উপজেলার গন্ডগ্রামে সরকারি একটি রাস্তার কাজ নিয়ে গ্রামের দুই গ্রুপের মধ্যে বিবাদ চলছিল। এই বিবাদের জেরে গত বুধবার গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনায় নূর আলমসহ অন্যদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়। মামলার পর থেকে নূর আলম উপজেলার লতিফপুর মধ্যপাড়া গ্রামের একটি ছাত্রাবাসে পালিয়ে ছিলেন। নিহতের বাবা আবদুল মজিদ সরকার জানান, ‘আমার ছেলে নূর আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে লতিফপুর মধ্যপাড়া গ্রামের একটি ছাত্রাবাসে পলাতক ছিল। গত শুক্রবার রাতেও তার সঙ্গে আমার ফোনে কথা হয়। গতকাল শনিবার সকালে লোকমুখে তার নিহতের খবর পাই। নূর আলমের ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।’

ওসি মো. আজিম উদ্দীন জানান, ‘হত্যার অভিযোগ পরিবার করতেই পারে। তবে আমরা শুনেছি অতিরিক্ত মদ্যপান করায় নূর আলম মারা গেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close