রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২০

রাজারহাটে অসময়ে তিস্তায় ভাঙন, বিলীন হচ্ছে কৃষিজমি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে হঠাৎ ভাঙনে দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী মানুষ। গত দেড় মাসে প্রায় ১০০ একর ফসলি জমি ভাঙনের ফলে নদীতে বিলিন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে আরো প্রায় ৫০০ একর আবাদি জমি।

সরেজমিনে গত দুই সপ্তাহে দেখা গেছে, নদীভাঙনে ফসলের ক্ষতিতে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। তিস্তা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন, ঘড়িয়ালডাঙ্গা, নাজিমখান ইউনিয়নের বিভিন্ন চরে ভাঙন শুরু হয়। বিশেষ করে বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা চরে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের কৃষক মোতাহের আলী জানান, ফসলি জমির ভাঙনে যা ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার না।

বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, আমি নিজেই নদী পারের মানুষ, আমি জানি নদীভাঙনের কষ্ট কতটা ভয়ংকর হতে পারে।

বিদ্যানন্দ চরের কৃষক রফিকুল ইসলাম জানান, এ বছর ফসলের ভালো ফলনের মাধ্যমে বন্যার ক্ষতি কাঠিয়ে ওঠতে চেয়েছিলাম। কিন্তু কয়েকদিনের নদীভাঙনে সে স্বপ্ন ভেঙে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন জানান, বর্তমানে তিস্তার ভাঙন দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী মানুষ বিপাকে পড়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। সরকারি বরাদ্দ এলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close