রাবি প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২০

রাবিতে অনশন দ্বিতীয় দিনে অসুস্থ ২০ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন ২০ শিক্ষার্থী। বিভাগের নাম ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে অনশন করছেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে গত বুধবার সকাল থেকে টানা আমরণ অনশন করছেন তারা। এ সময় ভিসির আশ্বাস প্রত্যাখান করে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। অসুস্থদের মধ্যে ৬ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা অনশনস্থানে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টায় অনশন স্থলে হাজির হয়ে শিক্ষার্থীদের দাবি শুনেন ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। আগামী ২ মার্চ বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ^স্ত করেন। এরপরও শিক্ষার্থীরা ভিসির প্রস্তাবকে প্রত্যাখান করে পুনরায় অনশন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close