ইবি প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

ইবিতে ‘বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন’ শীর্ষক আলোচনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিজ্ঞান দর্শন’ শীর্ষক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক। বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম। আলোচনা সভায় উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানমনস্কো চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। দেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার উন্নয়নের জন্য তিনি অনেক পরিকল্পনা হাতে নিয়েছিলেন। আজকে আমরা যে স্যাটালাইট যুগে প্রবেশ করেছি, তা বঙ্গবন্ধুরই তৎকালীন চিন্তার ফসল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close