ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

কসবায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে হাসান ভূঁইয়া (২৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা-বিষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুটি ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীকে হাসান ভূইয়া প্রায়ই উত্যাক্ত করতো। এরমধ্যে হাসান ওই গৃহবধূর ঘরের বেড়া কেটে ঢুকে জোরপূর্বক তার সঙ্গে অনৈতিক সম্পর্কের চেষ্টা চালান। বিষয়টি নিয়ে একাধিবার গ্রামে বৈঠক হলেও বখাটে হাসান কাউকে পরোয়া করতোনা। গত সোমবার দুপুরে আবারও ওই গৃহবধূকে তার বাড়িতে গিয়ে উত্যক্ত করে হাসান। এ সময় স্থানীয় লোকজন হাসানে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ নির্বাহী ম্যাজিষ্টেট জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে হাসানকে গ্রেফতার করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদ- দেয়। কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close