প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবি

কর্মবিরতিতে তৃতীয় শ্রেণির কর্মচারীরা, ভোগান্তি

বিভাগী কমিশনার কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। গতকাল মঙ্গলবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তারা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদ পরিবর্তন করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ ঘোষণা এবং ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান। এদিকে কর্মসূচি চলাকালে জেলা ও উপজেলা প্রশাসনে সেবা নিতে আসা শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বাকাসসের আয়োজনে কর্মবিরতি পালনের সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসন। বাকাসস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নাসিরউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন এস এম আরিফ হোসেন, বিভাগীয় কমিটির সহসভাপতি স্বদেশ বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জামালউদ্দিন, নুরুল কাদেরসহ নেতারা।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন অফিস সহকারীরা। এ সময় বক্তব্য দেন জেলা শাখার সভাপতি এ বি এম রিয়াজুল আলম রাফী, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ সরকার, বিপ্লব হাসান, আল আমিন, আবদুল্লাহ, মোস্তাক আহমেদ প্রমুখ।

জামালপুর : জামালপুরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাকাসস জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। বাকাসস’র জেলা শাখার সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতা খালেদুল আলম সিদ্দিকী, নাছির উদদীন আকন্দ, মাহমুদুল হাসান, নাছির উদ্দীন, এসএম রাজিউর রহমান প্রমুখ।

মাগুরা : মাগুরায় গত ২০ জানুয়ারি থেকে প্রায় ১০০ কর্মচারী ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কালেক্টরেট সহকারীরা গতকাল কর্মবিরতির সময় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাকের আহমেদ।

নাটোর : নাটোরে জেলা কালেক্টরেট ভবন চত্বরে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাকাসস জেলা শাখার দফতর সম্পাদক সেলিম পারভেজ, সদস্য আসাদ আলী মোল্লা, আসাদুজ্জামানসহ অন্য কর্মচারীরা।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে ইউএনও কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাঁচজন কর্মচারী কর্মবিরতি পালন করেন। কর্মবিরতিতে অফিস সুপার সৈয়দ আশরাফুজ্জামান, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আবু হাসেম আলী, শান্তি খাতুন, আবু সাইদ ও এসি ল্যান্ড কার্যালয়ের আবু খায়ের উপস্থিত ছিলেন।

ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) : কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ^রগঞ্জে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। এতে উপস্থিত ছিলেন ইউএনও দফতরের উচ্চমান সহকারী অনুপ কুমার শেঠ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মাজহারুল করিম, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. রুবেল মিয়া, এসি ল্যান্ড অফিসের অফিস সহকারী আতাউল করিম সেলিম, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক হিমেল মিয়া প্রমুখ।

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় বাকাসসের জেলা শাখার আয়োজনে কর্মবিরতিতে উপস্থিত ছিলেন সমির চৌধুরী, সমীরণ দাশ, শিশির কুমার চাকমা, মুফিজুর রহমান ও রুমি দাশ।

সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুর উপজেলা শাখার সহকারীরা ইউএনও কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তব্য দেন বাকাসসের উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম, সহসভাপতি বুদ্ধদেব সরকার, সাধারণ সম্পাদক আবদুল আলীম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close