লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকার মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। ‘সচেতন জনতার একতা, রুখে দিবে অনিয়ম দুর্নীতির ঘনঘটা’ এ শ্লোগানে গতকাল রোববার সকালে সড়কটির দত্তপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতাধীন সদর উপজেলার মান্দারী-দত্তপাড়া সড়কের সাড়ে ৫ কিলোমিটার সংস্কার কাজে ঠিকাদারের ব্যাপক অনিয়ম তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মান্দারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন সাজু, আব্দুল ওয়াহেদ মানিকসহ অনেকে। এসময় বক্তারা বলেন, সড়কটির সংস্কার কাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় রিপন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পেয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে। এতে নি¤œমানের ইট-খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। ফলে নির্ধারিত সময়ের আগেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এনিয়ে প্রতিবাদ জানালে ঠিকাদার ও তার লোকজন এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ করেণ বলেও জানান স্থানীয়রা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার রিপন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সেলিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথ নিয়ম মেনেই সড়ক সংস্কার কাজ চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close