গাজীপুর প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

বারিতে ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র (বারি) কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে ফল আর্মিওয়ার্ম এর ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বারি ও সেন্টার ফর কমনওয়েলথ এগ্রিকালচারাল বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) ফল আর্মিওয়ার্ম প্রকল্পের যৌথ অর্থায়নে কর্মশালার আয়োজন করা হয়।

বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর কমনওয়েলথ এগ্রিকালচারাল বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) এর এশিয়া অঞ্চলের সমন্বয়ক ড. মালবিকা চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলাম। অনুষ্ঠানে ফল আর্মিওয়ার্ম’র ওপর বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close