ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

ক্ষেতলালে হুইপ স্বপন

দেশ ও জাতির উন্নয়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

দেশ ও জাতির উন্নয়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই, মানসম্মত শিক্ষা গ্রহন করে নিজেকে দক্ষ কারিগর হিসেবে দেশপ্রেমিক হয়ে জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। বাংলাদেশকে বিশ^ দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সরকার মাদ্রাসা শিক্ষা প্রসারে অত্যন্ত আন্তরিক তাই সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। গতকাল রোববার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদিঘীহাট চশমায়ে উলুম দ্বি-মুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহ্মুদ স্বপন এমপি এসব কথা বলেন।

মাদ্রাসা সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও আরাফাত রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, নুরুল আমিন বকুল, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close