ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২০

ভালুকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের ভালুকায় সওজের ঢাকা-ময়মনসিংহ মহসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সঠিক মাপ নির্ধারণ করে স্থাপনা উচ্ছেদ হলেও উচ্ছেদ হয়নি স্থায়ী স্থাপনা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী মহাসড়কের ময়মনসিংহের সিমান্ত নাসির গ্লাস হতে সিডষ্টোর বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগের এষ্ট্যাট এন্ড ল’ অফিসার নির্বাহী ম্যাজিট্রেট মুঞ্জুরুল ইসলাম।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসনের জন্যই সড়কের দুই পাশে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এর পূর্বে একাধিকবার সড়ক ও জনপদের রাস্তা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দিলেও তারা রাস্তা ছেড়ে না দেওয়ায় এই অভিযান পরিচালনা করেন জেলা সড়ক ও জনপদ বিভাগ।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের এক্সেটিব প্রকৌশলি ওয়াহিদুজ্জামান, ভালুকায় কর্মরত সাব ডিভিশন প্রকৌশলি মীর আব্দুল মান্নান, সার্ভেয়ার মানিক সাহা, নির্বাহী ম্যাজিট্রেট মুঞ্জুরুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close