কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২০

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জে বেসরকারি টেলিভিশন ডিবিসির ক্যামেরাপারসন আল-আমিনের ওপর হামলা ও তার ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার নুর ইসলাম কমান্ডার চত্বর এলাকায় মানববন্ধনের আয়োজন করে কেরানীগঞ্জ প্রেসক্লাব। মানববন্ধনে প্রায় ৩০ জন সাংবাদিকের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। এসময় হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

এতে বক্তব্য দেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মিয়া, সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, সহসভাপতি ইকবাল হোসেন রতন, সাবেক সভাপতি আব্দুল গনি, সাংবাদিক আলমগীর হোসেন ও লিটন মাহমুদ।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ক্যাসিনোকা-ের অন্যতম হোতা ক্যাসিনো ব্রাদার খ্যাত গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভুইয়ার খবর সংগ্রহ করতে গেলে ডিবিসির ক্যামেরাপারসন আল-আমিনের ওপর হামলা ও তার ক্যামেরা ভাংচুর করে তাদের অনুসারিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close