মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২০

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

ভালো ডাক্তার হলে অর্থ এমনিতেই আসবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় এই মেডিকেল কলেজ তৈরি হয়েছে। জনগনের টাকায় তোমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছ। কাজেই জনগণের কাছে তোমাদের দায়বদ্ধতা আছে। একজন মেডিকেল শিক্ষার্থীর এমবিবিএস পাশ করতে ৬ বছরে প্রায় কোটি টাকা ব্যয় হয়ে যাবে। আর এই টাকা জনগণ দেয়। সতুরাং জনগণ তোমাদের কাছ থেকে ভালো সেবা আশা করে। গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, সেবার মন নিয়ে কাজ করতে হবে। ভালো ব্যবহার করতে হবে ও ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ ও ভালো ব্যবহার করলে মানুষ মূল্যায়ন করবে। শুধু অর্থের পিছনে দৌড়ালে হবে না। ভালো ডাক্তার হলে অর্থ এমনিতেই আসবে।

কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজ প্রকল্পের পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এর আগে কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমি ভবন ও ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক দুটি হোস্টেল উদ্বোধন করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close