বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২০

বাউফলে শালগমের ডাঁটা খেয়ে ২ গরুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল শালগমের ডাঁটা খেয়ে এক কৃষকের দুটি গরুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার কাছিপাড়া ইউপির বাহেরচর এলাকায় কৃষক কবির কারিগরের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীরা জানান, কৃষক কবির বাহেরচর বাজারের কাঁচা মাল ব্যবসায়ীদের কাছ থেকে শালগমের ডাঁটা সংগ্রহ করে গরু দুইটিকে খাইয়ে আসছিল। তাদের ধারণা, শালগমে অতিরিক্ত কীটনাষক ব্যবহারের ফলে গরু দুইটির মৃত্যু হয়।

কাছিপাড়া আব্দুর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক আবু হাসান মিরন বলেন, প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে গরু দুইটির প্রানহানির আসল ঘটনা বের করে মানুষকে সচেতন করা জরুরি। বাউফল প্রাণী সম্পদ বিভাগের উপসহকারী কর্মকর্তা মো. ফারুক সর্দার বলেন, শালগমের ডাঁটায় অতিরিক্ত কীটনাষকের ফলে গরু দুইটি মারা যেতে পারে। তবে খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করবো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close