রংপুর ব্যুরো

  ২২ জানুয়ারি, ২০২০

রংপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ

রংপুরে চিকিৎসকের অবহেলায় চারদিনের এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগরীর ধাপ জেল সড়কে অবস্থিত বেসরকারি রোজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর পিতা নগরীর নুরপুর মহাদেবপুরের জাবেদ আলী জানান, চারদিন আগে ওই হাসপাতালে সিজারের মাধ্যমে আমার স্ত্রীর একটি কন্যা সন্তান হয়। গতকাল সকালে আমার কন্যার শরীর ঠান্ডা হয়ে গেলে কর্তব্যরত নার্সকে বলি। তখন সেখানে দায়িত্বরত এক ব্যক্তি আমার বাচ্চার শরীর চেক করে বলে কোন সমস্যা নেই বলে জানান। এরপর আমার বাচ্চা কান্নাকাটি শুরু করলে আমার মেয়ে গিয়ে নার্স অরুনাকে ডাকে। কিন্তু একাধিকবার বলার পর অরুনা বলে শিশু ডাক্টার দেখাতে হবে। ৫০০ টাকা লাগবে। তখন আমার মেয়ে নার্সকে বলে ডাক্টার আনেন। টাকা দিবো। তখন নার্স বলে বেলা ১টার সময় আসবে। এরপর বেলা ১২টায় আমার কন্যা মারা যায়। চিকিৎসা অবহেলায় আমার কন্যার মৃত্যু হয়েছে। আমি জড়িতদের শান্তি চাই। ঘটনার পরপরই হাসাপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close