প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০২০

জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু

সঞ্চয়ের মাধ্যমে অর্থনীতির ভিত মজবুতের আহ্বান

‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধি কর’ প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল শনিবার দিনটির উদ্বোধন করা হয়। চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বর্তমানে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলো তুলে ধরা হয়- পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.৫২ শতাংশ; পাঁচ বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.৭৬ শতাংশ; তিন বছর মেয়াদীয় তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.০৪ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.২৮ শতাংশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : খুলনা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা। উদ্বোধনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সঞ্চয়ের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত মজবুত হয়। এজন্য আমাদের মিতব্যয়ী হয়ে সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে হবে। এসময় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. রেজানুর রহমান ও জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন ও সঞ্চয় অফিসের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সঞ্চয় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সহসভাপতি সেলিম রেজাসহ বিভিন্ন স্কুলের শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় জেলা সঞ্চয় অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শাহীনা আক্তার, বিকাশ চন্দ্র মন্ডল, পরিতোষ আচার্য ও ইসমাইল হোসেন মুরাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নাটোর : নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামানসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাবৃন্দ।

পঞ্চগড় : পঞ্চগড়ে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জেলা সঞ্চয় অফিস-ব্যুরোর আয়োজনে শোভাযাত্রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেল রায়হানুল কবীর, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) আমীর হোসেন, জেলা সঞ্চয় কর্মকর্তা হুমায়ুন কবীর, সোনালী ব্যাংক লিমিটেড পঞ্চগড় শাখার অফিসার আব্দুল করিম রাজুসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, সম্মানিত গ্রাহক, রোভার স্কাউটের সদস্যবৃন্দ ও সুধিজন অংশগ্রহণ করেন।

বরগুনা : বরগুনায় র‌্যালিতে নেতৃত্ব দেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর হোসেন সজল ও জেলা সঞ্চয় অফিসার এম এইচ এম শহীদ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাযালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামিউল হিকমা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন বরগুনা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি প্রমুখ।

বগুড়া : বগুড়ায় র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এতে জেলা সঞ্চয় অফিস-ব্যুরো’র সহকারী পরিচালক হোসনে আরা বেগম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঞ্চয় সপ্তাহ উপলক্ষে গোটা সপ্তাহ বিভিন্ন কর্মসুচি পালিত হবে। সহকারী পরিচালক হোসনে আরা বেগম জানান, সঞ্চয়পত্রে বিনিয়োগে উত্তরের ১৬ জেলার মধ্যে বগুড়া সবসময় এগিয়ে থাকে। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২৩১ কোটি টাকা। গত বছরে লক্ষ্যমাত্রা ছিল ১৫৯ কোটি, বিনিয়োগ হয়েছিল ২৮৭ কোটি টাকারও বেশি।

গাইবান্ধা : গাইবান্ধা জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। পরে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলামগীর কবীর, সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা সঞ্চয় অফিসার আবু বকর সিদ্দিকসহ জেলা ও উপজেলা কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ময়েন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবুল বাশার। এছাড়াও বক্তব্য দেন বিনিয়োগকারী মনোরঞ্জন বিশ্বাস, জেলা সঞ্চয় অফিসের আবু সাঈদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close