রংপুর ব্যুরো

  ১৬ ডিসেম্বর, ২০১৯

রংপুর পুলিশ কমিশনার

মাদক-সন্ত্রাস ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান

রংপুর মহানগরীর তাজহাট আনছারী মোড়ের বাইতুল হারাম জামে মসজিদ মাঠে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ও মানবতার বন্ধনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ বলেন, যারা মাদক বিক্রি এবং সেবনের সঙ্গে সম্পৃক্ত তারা মাদক ছেড়ে ভিন্ন পথে রোজগারের ব্যবস্থা করে আলোর পথে ফিরে আসেন। সময় মাত্র ৩ দিন, তা নাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি উপস্থিত জনতাকে মাদক ও সন্ত্রাস থেকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানিয়ে শপথ বাক্য পাঠ করান। শনিবার রাতে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং এর সভাপতি (সাবেক ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর) ইদ্রিস আলী। এতে আরো বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, তাজহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম, ফয়জার হোসেন প্রমুখ। পরে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close