কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর, ২০১৯

সাবেক ইউপি চেয়ারম্যানের নামে বয়স্ক-ভাতার কার্ড!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিত্তশালী এক আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বয়স্ক ভাতার কার্ড পাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গোটা ইউনিয়নব্যাপী চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

জানা গেছে, উপজেলার কলাবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চারু চন্দ্র গাইনের নামে ২০১৮ সালে উপজেলা সমাজসেবা অধিদফতর থেকে বয়স্ক ভাতার কার্ড ইস্যু করা হয়েছে। চারু চন্দ্র গাইনের পিতা মৃত চিত্তরঞ্জন গাইনও কলাবাড়ি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও চিত্তরঞ্জন গাইন উপজেলা আ.লীগের সভাপতি ছিলেন। চারু চন্দ্র গাইন বলেন,‘আমি কেন বয়স্ক ভাতার কার্ড করবো? পুরো বছরে আমি যে ভাতা পাবো তা আমার একদিনের পকেট খরচও না। কিভাবে আমার নামে বয়স্ক ভাতার কার্ড হয়েছে তা আমার জানা নেই।’

এ বিষয়ে জানার জন্য কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হয়নি।

কলাবাড়ি ইউপি সচিব সুনীল চন্দ্র বাড়ৈ বলেন,‘কলাবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান চারু চন্দ্র গাইন বয়স্ক ভাতার জন্য নিজে আমাদের পরিষদে এসে আমার কাছে তার ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলেন। সে মোতাবেক আমরা তার কাগজপত্র উপজেলা সমাজসেবা অধিদফতরে জমা দিয়েছিলাম।’ উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল হাসান শুভ বলেন,‘আমি সম্প্রতি কোটালীপাড়া উপজেলায় যোগদান করেছি। পূর্বে ভাতার কার্ড প্রদানে যদি কোন অনিয়ম হয়ে থাকে তা তদন্তপূর্বক নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close