চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর, ২০১৯

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী আজ

আজ ১৪ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদতবার্ষিকী। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলার অমিততেজী সন্তান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালীন ’৭১ এর ডিসেম্বরে অন্যসব এলাকা শত্রুমুক্ত হলেও চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে যায় পাকিস্তানিদের দখলে। চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মহানন্দা নদীর ওপারে বারঘোরিয়ায় অবস্থান নেন। ১৪ ডিসেম্বর ভোররাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বিশাল বাহিনীকে ৩ ভাগে ভাগ করে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমণ শুরু করেন। তিনি একটি ছোট নৌকা নিয়ে মহানন্দা নদী পার হয়ে এসে রেহাইচরে অবস্থান গ্রহণ করে শত্রুদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে করতে সামনের দিকে এগিয়ে যান। ভোরের দিকে একটি বাড়ির জানালা থেকে পাকবাহিনীর একটি বুলেট ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে লাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close