সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৯

যমুনা সার কারখানা

এক বছর বন্ধ থাকার পর উৎপাদন শুরু

দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) উৎপাদন চালু হয়েছে। টানা এক বছর ১৩ দিন বন্ধ থাকার পর গত বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। জেএফসিএল সূত্র জানায়, গত বছরের ২৭ নভেম্বর ভোর রাত ৫টা ৪০ মিনিটের দিকে কারখানার অ্যামোনিয়া শাখার স্টার্টার হিটার যন্ত্র বিস্ফোরিত হয়। এ অগ্নিকান্ডে মুহূর্তেই অ্যামোনিয়া গ্যাস প্রক্রিয়াজাতকরণের প্রধান যন্ত্র পি-হিটার, সমস্ত ক্যাবল ও আশপাশের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার জানান, গত ২২ নভেম্বর প্রাইমারি রিফর্মারে আগুন প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎপাদন চালুর প্রক্রিয়া শুরু হয়। তারপর ৭ ডিসেম্বর অ্যামোনিয়া উৎপাদন চালু ও ১১ ডিসেম্বর, বুধবার সকালে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close