রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৯

রূপগঞ্জে সড়কের কাজ পরিদর্শনে দুর্যোগ অধিদফতরের প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের প্রতিনিধিদল। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া সিসি রাস্তা হতে ভায়েলা ইসলামবাগ পাকা রাস্তা পর্যন্ত এক হাজার মিটার সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন তারা। ৮০ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে এ সড়ক উন্নয়ন কাজ চলছে।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক দীপক রঞ্জন অধিকারী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ইউএনও মমতাজ বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন, প্রকৌশলী বদরুদ্দোজা, প্রকৌশলী আব্দুল কুদ্দুস বুলবুল, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার, প্রকৌশলী মীর মোশেদ রানা, প্রকৌশলী সালমা আক্তার, প্রকৌশলী মাইনুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আমান উল্লাহ, প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close