পটুয়াখালী প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৯

ফসলের লাভজনক দামসহ ৭ দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

ফসলের লাভজনক দাম, কৃষি কার্ড, ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্রসহ সাত দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক সমিতি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতারা। গত মঙ্গলবার লঞ্চঘাট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ডিসি কোর্ট ভবনের পশ্চিম গেটে গিয়ে এক কৃষক সমাবেশের অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আজিজ দুয়ারী, সম্পাদক কমরেড মোতালেব মোল্লা, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক সমির কর্মকার প্রমুখ। পরে কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক দাম, কৃষি কার্ড, ইউনিয়ন পর্যায় সরকারী ক্রয় কেন্দ্র ও গোডাউন প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর মাধ্যমে একটি স্মারক লিপি পেশ করেন নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close