রংপুর ব্যুরো

  ১১ ডিসেম্বর, ২০১৯

রংপুরে সমাজকল্যাণমন্ত্রী

ভ্যাটের টাকায় উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যাবে দেশ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে একটি স্বনির্ভর ও শক্তিশালী অর্থনীতির দেশে পরিনত হয়েছে। নানা প্রতিকূলতার দুর্ভেদ্য দেয়াল ভেঙে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরে জাতীয় ভ্যাট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ভ্যাটের টাকায় দেশ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যাবে উল্লেখ করে মন্ত্রী জনগণকে ভ্যাট প্রদানের আহবান জানান। কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের উদ্যোগে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ইনটারন্যাসনাল ট্যাক্সেস) হাফিজ আহমেদ মুর্শেদ, কর অঞ্চল রংপুর এর কর কমিশনার আব্দুল লতিফ, রংপুর মেট্রপলিটন পুলিশ রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close