প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯

সর্বত্র মানবাধিকার নিশ্চিতের আহ্বান

‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ প্রতিপাদ্যকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ৭১তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : খুলনার দিবসটি উপলক্ষে শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উন্নত দেশ হতে যেমন আর্থিক সমৃদ্ধির দরকার তেমনি সামাজিক নির্দেশক ও মূল্যবোধের উন্নয়ন অপরিহার্য। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান, কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক মু. বিল্লাল হোসেন খান, এডিসি (সার্বিক) জিয়াউর রহমান প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বক্তব্য দেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. সেকেন্দার আজম আনাম, সম্পাদক অ্যাড. আনিছ মোস্তফা তোতন, বিএমএ সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য দেন মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি লুৎফুন নেছা ফারুকী, সহসভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সম্পাদক মোল্লা নাসির উদ্দিন, অ্যাড. মাহামুদুল হাসান, সালমা বেগম প্রমুখ।

রাজবাড়ী : রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, টিআইবির সভাপতি প্রফেসর সংক্কর সিনহা, এএসপি ফজলুল করিম, রাসর নির্বাহী পরিচালক লুতফর রহমান লাবু, পুলক রঞ্জন পালিট প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন এডিসি আশেক মাহাম্মুদ।

বরগুনা : বরগুনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মো. অক্কাছ আলী, ডিএিলজি নুর হোসেন সজল, ইউএনও মাসুমা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল মতিন হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ প্রমুখ।

ইবি : ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হুসাইন প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দিবসটি উপলক্ষে মানবাধিকার কাউন্সিল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি ও পৌর মেয়র আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সহসাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।

নাটোর : নাটোরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সাজেদুর রহমান খান, এডিসি (সার্বিক) আশরাফুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, মানবাধিকার সংস্থার জেলা সভাপতি অ্যাড. আব্দুল ওহাব প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন জেলা সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-মাগুরা মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। উপস্থিত ছিলেন খুলনা বিভাগের আসকের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সাগর, কমিশনের সদর উপজেলা সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরে কালিয়াকৈর দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী হাফিজুল আমীন। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি কেন্দ্রীয় মহিলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইউএনও মুহাম্মদ তৌছিফ আহমেদ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ, আসক ফাউন্ডেশনের সভাপতি সামছুল হক সরকার, সহসভাপতি এনামুল হক, আতাউর রহমান মামুন, আলাউদ্দিন, সম্পাদক আবু জাহের সরকার প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মজনু শেখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাজমা বেগম, মানবধিকারকর্মী রাসেল চৌধুরী, মাসুদ আহম্মেদ, দোলেয়ার হোসেন, রুবেল আহম্মেদ, আবু মুসা শিকদার, আমজাদ হোসেন প্রমুখ।

ভা-ারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভা-ারিয়ায় শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। মো. ছগির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আ.লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি আশীষ কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন এসআই খোকন চন্দ্র ভৌমিক, সংগঠনের সহসভাপতি বদিউজ্জামান, জহুরুল ইসলাম মল্লিক, তুষার চক্রবর্তী, সম্পাদক হায়দার আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

দোহার- নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার দোহারে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন উপজেলা শাখার নির্বাহী সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সম্পাদক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন, সহসভাপতি মোকলেছুর রহমান মজনু, সহসভাপতি সামাদ মেম্বার প্রমুখ।

এদিকে নবাবগঞ্জ প্রতিনিধি জানান, নবাবগঞ্জে দিবসটি উপলক্ষে মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লাকি আহমেদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, দেওয়ান আওলাদ হোসেন, হাজী নাসির উদ্দিন পল্লব, সাংবাদিক আজহারুল হক, হুমায়ন মোল্লা, জালাল উদ্দিন প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। বক্তব্য দেন ইউএনও ফারজানা খানম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সমাসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম মুকুল, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

গফরগাঁও-হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ও পৌর মানবাধিকার কমিশনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউএনও কাজী মাহবুব উর রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহছান প্রমুখ।

এদিকে হালুয়াঘাট প্রতিনিধি জানান, হালুয়াঘাটে দিবসটি উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা সৈয়দ কামরুল হুদা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোণার কলমাকান্দায় র‌্যালি শেষে আলোচনা সভায় মানবাধিকার কমিশনের উপজেলার সভাপতি আ. রশিদ আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু এবং ট্রাইবেল ওয়েলফেয়ার চেয়ারম্যান ভূবন মোহন চাম্বুগং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close