বেড়া (পাবনা) প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৯

বেড়ায় অবৈধ নৌ-বন্দর উচ্ছেদ

পাবনার বেড়া উপজেলার সালিকাপাড়া এলাকায় হুরাসাগর নদীর ওপর গড়ে তোলা অবৈধ নৌবন্দরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেড়া আ.লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন সালিকাপাড়া নদীর তীরে জাহাজ থেকে মালামাল লোড-আনলোড পরিচালনা করতে একটি একতলা ভবন নির্মাণ করেন। অপরদিকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত বাঘাবাড়ি নদী বন্দর মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত হলেও সেখানে জাহাজ না ভিড়ে বেড়ার এ অবৈধ বন্দরে ভিড়ত। এতে সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

সোমবার অভিযান চালিয়ে একতলা ভবনটি ভেঙে দেওয়া হয়। পাশাপাশি নদীর তীর থেকে যাতায়াতের দুইটি রাস্তাও ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম বলেন, বিআইডব্লিউটিএ সরকারি ঘাট ছাড়া জাহাজ থেকে মালামাল লোড আনলোডিং করতে পারে না। ব্যক্তিগতভাবে কেউ ঘাট প্রতিষ্ঠা করতে পারে না। স্থানীয় সরকার খেয়া পারাপারের জন্য ঘাট ইজারা দিতে পারে কিন্তু পণ্যবাহী জাহাজ নোঙর করে বন্দরের কার্যক্রম চালানো সস্পূর্র্ণ অবৈধ। পৌর মেয়র আব্দুল বাতেন অবৈধ একটি নৌবন্দর স্থাপন করেছিলেন, এটাকে আমরা উচ্ছেদ করছি। ভবিষ্যতে সবাই যেন সরকারি ঘাট ব্যবহার করে এ ব্যাপারে আমরা সবাইকে সচেতন করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close