প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯

নারীর উন্নয়নে কাজ করছে সরকার

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, মানববন্ধন, ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ছাফিয়া খানম, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আরমা দত্ত এমপি, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম প্রমুখ।

ভোলা : ভোলায় জয়িতা অন্বেষণ কার্যক্রমের আওয়তায় আট নারীকে ৫টি ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন ফাহিম বেগম, রাশিদা বেগম, উম্মে কুলুছুম, আকতারা বেগম, উম্মে ছালমা মুক্তা, অ্যাড. জান্নাতুল ফেরদৌস জুবলী, লায়লা আরজুমান ভানু ও মনোয়ারা বেগম।

পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহামুদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক ইকবাল হোসেন, লেডিস ক্লাবের সম্পাদিকা প্রভাষক খাদিজা আক্তার স্বপ্না প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক একেএম শফিউল আযম, জেলা প্রশাসক আতাউল গনি, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা প্রমুখ।

পরে জেলা পর্যায়ে পাঁচজন এবং উপজেলা পর্যায়ে পাঁচজনকে জেলা পর্যায়ে সম্মাননাপ্রাপ্তরা হলেন মমতাজ খাতুন, আশরাফুন্নেসা, পারভিন আক্তার, রেহেনা খাতুন ও এলিজাবেখ খা।

অন্যদিকে সদর উপজেলা পর্যায়ে সম্মাননাপ্রাপ্তরা হলেন মমতাজ খাতুন, নাজমাতুন নেছা, টুনুয়ারা খাতুন, মাছুরা খাতুন এবং নুরুন্নাহার।

নড়াইল : নড়াইলে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিছুর রহমান, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা মহিলা আ.লীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ প্রমুখ। পরে পাঁচ নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

পটুয়াখালী : পটুয়াখালীতে র‌্যালিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর ইউএনও লতিফা জান্নাতী, জাসদের সম্পাদক শ.ম. দেলওয়ার হোসেন দিলিপ প্রমুখ।

মাগুরা : মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কু-ু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর ইউএনও আবু সুফিয়ান প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে সভা ও জয়িতাদের সম্মননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, ইউএনও মিল্টন চন্দ্র রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় র‌্যালি ও সভায় উপস্থিথ ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, মাহমুদা পারুল, নাজমুন্নাহার শান্তি প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন প্রমুখ।

বরগুনা : বরগুনায় আলোচনা সভায় বক্তব্য দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সহকারি পুলিশ সুপার আক্কাছ আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নী, মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা চম্পা, জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অ্যাড. সেলিনা আক্তার প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লার মনোহরগঞ্জে ইউএনও সাহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

সমবায় অফিসে কর্মরত শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি সেলিম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আলী হোসেন, প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, সহকারি শিক্ষক ফয়সাল মজুমদার, মাহবুব জুয়েল, আবুল হাসনাত, শামীমা আক্তার তমা, সমাজসেবিকা রেহানা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী লিপি আক্তার, সফল জননী ফাহিমা আকতার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফাতেমা বেগমকে জয়িতা হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও নির্বাচিত জয়িতাদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

খুলনা (মহানগর) : খুলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান, প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনাস্থ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা সৈয়দা হোসনে আরা রুনু প্রমুখ।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, ইউএনও শাহিন রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউন নাহার, অধ্যক্ষ এনামুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিনা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সোহেল রানা প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে সভায় বক্তব্য দেন ইউএনও মো. ছানাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ফেরদৌসী আরা, অধ্যক্ষ গোলাম কিবরিয়া প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে র‌্যালিতে উপস্থিথ ছিলেন ইউএনও শাহানাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউএনও কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিথ ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, জেলা পরিষদ সদস্য দিলরুবা আক্তার কাজল প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাইম হাসান খান, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আখতার প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, ইউএনও মোহাম্মদ রুহুল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মহিলা সংস্থার চেয়ারম্যান শারমিন ইকবাল রিজভী, যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও আশেকুল হক, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা আ.লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় সভায় বক্তব্য দেন কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী মুস্তাহিন বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার আবদুর রশিদ খাঁন, উপজেলা দর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা, শহিদুল আহসান প্রমুখ।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও তৌহিদ বিন হাসান, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মনোয়ারা জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, পল্লী উন্নয়ন কমকর্তা শাহজাহান মিয়া প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণি আকতার বানু, সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।

নিকলী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের নিকলীতে ইউএনও সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ,এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.ডি মাহমুদ আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিস নাহার প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হাসান, প্রভাষক বজলুর রহমান, শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম প্রমুখ।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও রুমানা ইয়াসমিন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ইউএনও শাহনাজ মিথুন মুন্নির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মো. শামসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকেয়া সুলতানা, কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় ইউএনও মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. শওকত আলী, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার, আনোয়ারা নীনা, আইয়ূব হোসেন খান, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, সাংবাদিক এম এ মালেক খান উজ্জল প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রওনক ফারজানা রুবা, জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষ মুহ. শাহজাহান মিয়া, দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, নাছরীন নবী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার প্রমুখ। সভা শেষে চারজন সফল নারীকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও মুহাঃ আবু তাহির, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, ব্র্যাকের নওগাঁ জেলা সমন্বয়কারি স্বপন কুমার মিস্ত্রি, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার প্রমুখ। আলোচনা শেষে পাঁচজন জয়ীতার মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও দীপায়ন দাস শুভ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সিনিয়র সহকারি পুলিশ সুপার আহসান হাবীব, সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্ত্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম প্রমুখ। সভা শেষে পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে ইউএনও ফারজানা খানম’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা, দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযুদ্ধা রুহুল আমিন চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও আম্বালা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ^াস, আম্বালা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আবু হাসনাত প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে সভায় বক্তব্য দেন ইউএনও কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, প্রেস ক্লাব সম্পাদক মশিউর রহমান মাসুম প্রমুখ।

পরে তাহমিনা বেগম, সাদিয়া আক্তার সিমু, হেলেনা বেগম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমকে জয়িতা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনও অভিষেক দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজু, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, ইফতেখার হোসেন হৃদয়, উপজেলা আ.লীগের সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহম্মেদ, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে মানববন্ধনে বক্তব্য দেন ইউএনও আল মামুন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ওসি জহুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকাম্মাম মাহমুদা, নির্বাচন অফিসার জাহিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে পাঁচজন নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনও জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ, মহিলা পরিষদের উপজেলা নেত্রী সাবিহা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় ও ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সামসুদ্দিন খান, সাবেক পৌর প্রশাসক মোসলেম উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা মহিলা সংস্থার সভাপতি মায়া বেগম প্রমুখ।

অনুষ্ঠানে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুরে ইউএনও পূরবী গোলদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, সমাজসেবা কর্মকর্তা আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম গফফার মিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close