প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৯

বিভিন্ন স্থানে হানাদারমুক্ত দিবস পালন

১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটতে থাকে পাক বাহীনির সদস্যরা। ৭ ডিসেম্বর বিভিন্ন জেলা-উপজেলা হানাদার মুক্ত ঘোষণা করা হয়। গতকাল হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে নানা কর্মসূচী হাতে নেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো খবর-

গাইবান্ধা : গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালিত উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের পূর্বপাড়া লোন অফিস থেকে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবস উদযাপন কমিটির সমন্বয়ক মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আ. লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা আ. লীগের সহসভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল প্রমুখ।

মাগুরা : মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দান থেকে বার্ণঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। বক্তব্য দেন সাবেক সংরক্ষিত এমপি কামরুল লায়লা জলি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আ.লীগের সভাপতি তানজেল হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে হানাদার মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আব্দুল কাদির ভূইঁয়া, সম্পাদক আসাদুল হক ভূইঁয়া, ওসি রাশেদুজ্জামান, সাবেক কমান্ডার বজলুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close