পটুয়াখালী প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০১৯

পটুয়াখালীতে গৃহবধূর আপত্তিকর ভিডিও দেখিয়ে চাঁদা দাবি

বরিশাল সদরের এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোস্তাফিজুর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে মির্জাগঞ্জের ভাজনা মনোহরখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

জানা গেছে, প্রায় ১ বছর পূর্বে ওই গৃহবধূর সঙ্গে অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে বিভিন্ন সময়ে ফেসবুকের মেসেঞ্জারে ছবি ও ভিডিও আদান-প্রদান হয়। পরবর্তী সময়ে অভিযুক্ত মোস্তাফিজুর ওই নারীর ছবি ও ভিডিও বিকৃত করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই নারী আইনগত প্রতিকার চেয়ে র‌্যাব-৮ বরিশাল বরাবর লিখিত অভিযোগ করেন। শুক্রবার রাত ১১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। এ সময় ভিডিও ধারণ করা মোবাইলটিও জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close