কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৯

কোমলগঞ্জে সংবাদ সম্মেলন

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি

১০২ থেকে ৩০০ টাকা দৈনিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন চা-শ্রমিকরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় মৌলবীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় চা-শ্রমিক নেতারা এ দাবি জানিয়েছেন।

মতবিনিময় সভায় চা-শ্রমিক নেতা ও ইউপি সদস্য সীতারাম বীন লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশে চা-শিল্পে নিয়োজিত চা শ্রমিকরা যুগযুগ ধরে অবহেলিত। শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি করায় বিগত গত বছরের ৬ অক্টোবরের চুক্তি মোতাবেক ৮৫ টাকা থেকে মাত্র ১৭ টাকা বৃদ্ধি করে। এ ক্লাস চা বাগানে ১০২ টাকা নির্ধারণ করা হয়। আর বি ও সি ক্লাস চা বাগানে মজুরি আরও কম। মজুরি চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২০ মাস পর এই মজুরি বৃদ্ধি করা হয়। কিন্তু বর্তমান সময়ে ১০২ টাকা মজুরিতে চা বাগানে কর্মরত শ্রমিকরা পাঁচ, সাত সদস্যের পরিবার নিয়ে দৈনিক একবেলা জীবন ধারন করা সম্ভব হচ্ছে না। রেশন ও পর্যাপ্ত নয়। সপ্তাহে রেশন দেওয়া হয় নি¤œমানের ৩ কেজি ২৭০ গ্রাম আটা বা চাল। শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী আমাদের চা শ্রমিকদের যেসব সুযোগ সুবিধা রয়েছে সেখান থেকেও সুকৌশলে নিরক্ষর সাধারণ শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। ফলে চা বাগান শ্রমিক পরিবার সদস্যরা নুন্যতম খাবার খেয়ে জীবন ধারণের জন্য বিভিন্ন মহল থেকে দৈনিক মজুরি দেওয়ার দাবি উঠছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close