টাঙ্গাইল প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৯

টাঙ্গাইলে তিন দিন ১৪৪ ধারা জারি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ৫টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এদিকে আমিনুর রহমান খান বাপ্পীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ ও শোকর‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কলেজপাড়ায় সাবেক এমপি আমানুর রহমান খান রানার বাসার সামনে থেকে একটি শোকর‌্যালি বের হলে পুলিশ ১৪৪ ধারার বিষয়টি অবহিত করলে স্থান ত্যাগ করে সকলেই। পরে পরিবারের পক্ষ থেকে বাপ্পীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এপর দিকে টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪৪ ধারার বহাল রাখা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার।

উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-স¤পাদক বাপ্পী। তিনি সাবেক এমপি রানার বড় ভাই এবং বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close