দিনাজপুর প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০১৯

দিনাজপুরে ভূমি আইনবিষয়ক কর্মশালা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের ভূমি আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গ্রাম বিকাশ কেন্দ্র ও সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা হেকস্-ইপার এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম। এসময় তিনি বলেন, ‘আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে অনেকেরই ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু অজানা রয়েছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। তা না হলে পরবর্তী প্রজন্মরা জমি জমা নিয়ে আরও বেশি সমস্যায় পড়তে পারে। স্কুল ও উচ্চ মাধ্যমিক পাঠ্য পুস্তক সিলেবাস গুলোতেও ভূমি আইন নিয়ম কানুন অন্তর্ভুক্ত করা দরকার।’

উপস্থিত ছিলেন হেকস্ ইপার এর কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, অ্যাড. রিটার্ড মুর্মূ, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আব্দুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close