কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০১৯

‘আজকের শিক্ষার্থীরাই গড়বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ২০৪১ সালের যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার কারিগর হবে আজকের এই প্রাথমিক শিক্ষার্থীরা। তারাই গড়বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ। এ জন্য সরকার তাদের কোয়ালিটি এডুকেশন দিতে বদ্ধপরিকর। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের ভীতি কমানোর পাশাপাশি পরীক্ষা দেওয়ার প্রবণতা ও সাহসিকতা বাড়ানোর জন্যই রাখা হয়েছে। এখানে জিপিএ-৫-এর কোনো বিষয় নেই, বিষয়টি হচ্ছে পাস ফেলের। কিন্তু অভিভাবকরা এটাকে একটা প্রতিযোগিতায় নিয়ে দাঁড় করিয়েছে। এ মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে।

গতকাল বুধবার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের উপপরিচালক ইফতেখার হোসেন ভূইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ইউএনও অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, মাজেদা সুলতানা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close