কুষ্টিয়া প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০১৯

কুষ্টিয়ায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের অনুপস্থিতিতেই এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলো দৌলতপুর উপজেলার আতারপাড়া গ্রামের চান্দু খাঁর ছেলে মোকা খাঁ, আহম্মেদ হাওলাদারের ছেলে জাকির হাওলাদার এবং আজিজুল ইসলামের ছেলে আবু সুফিয়ান ওরফে পাতলা।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌসুলি পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ২০১৭ সালের ৩০ জুলাই সন্ধ্যায় ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল পাচারকালে তাদের ধাওয়া দেয় বিজিবি সদস্যরা। ধাওয়া খেয়ে পাচারকারীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় উদ্ধারকৃত ফেনসিডিলসহ বিজিবির হাবিলদার তরিকুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে তিনজন আসামির নাম পরিচয়সহ সম্পৃক্ততার অভিযোগ এনে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close